ডানা খুলে দাও, আমার এখনও ওড়া বাকি।
ডানা খুলে দাও, আমার এখনও ওড়া বাকি।
খোলা আকাশে উড়তে চেয়েছি
বেঁধে দিয়েছ ডানা,
আজ আমি খাঁচায় বন্দি
আমার উড়তে ভীষণ মানা।
বন্দী জীবন চাই নি আমি
চেয়েছিলাম খালি মুক্তি,
স্বাধীন প্রাণ রবে খাঁচায় বন্দী
এ আবার কিরকম যুক্তি?
বন্দী জীবনে খালি দেহ বাঁচে
অন্তরের আত্মা যায় মরে,
আত্মাহীন এ জীবন আমার,
আমি বাঁচবো কেমন করে?
দাও ফিরিয়ে মুক্ত আকাশ
খুলে দাও আমার ডানা,
আজ মুক্তি আমার সাথী হবে
থাকবে না উড়ার কোন মানা।
