দাও মা কথা
দাও মা কথা


এই তো তুমি এলে মাগো, এতো যাওয়ার তাড়া,
সারা বছর থাকি মাগো আমরা তোমায় ছাড়া।
বছরের মোটে চারটি দিনই আনন্দে ভরপুর,
বিজয়ার বিদায় বেলায় বাজে করুণ সুর।
মাটির মূর্তি তবুও মাগো তোমার চোখে জল,
বিদায়বেলায় তোমার চোখও করে যে ছলছল।
শরৎ আকাশ, শিউলি আর কাশ করবে তোমার অপেক্ষা,
বছর পরে পাবো মাগো আবার তোমার দেখা।
যাওয়ার আগে রাখো তোমার হাতটি মোদের
মাথায়
থেকো মোদের সকল সুখে, থেকো মোদের ব্যথায়।ছাড়তে তোমায় চায়না যে মন, ছাড়তে তোমায় হবে,
আকাশ, বাতাস তোমার আগমনী সুর গাইবে আবার কবে?
সন্তানেদের কাঁদিয়ে বলোনা কি সুখ তুমি পাও?প্রতি বছর মোদের ফেলে কেন চলে যাও?
অনেক দূরে যাবে জানি অনেক পাহাড় পার,
দাও মা কথা আসছে বছর আসছো তুমি আবার।