দাবা থেকে দোয়াবঘেরা ছকে
দাবা থেকে দোয়াবঘেরা ছকে


দাবা থেকে দোয়াবঘেরা ছকে
চকমেলানো রোদ
রোদহর্ষিত পেয়ালায় ঠোঁট নামানো রোশনাই
হাত খুলে রাখছি
শব্দের অস্থির খোলে
মায়া
মায়াবাদে মহীয়সী ফ্রি র্যাডিক্যাল
ছক্কা-পাঞ্জার নিবিড় দীর্ঘসূত্রতায়
সম
সমতা
সমান্তরাল
একটু কি অসহ্য লাগল?
তাহলে আসুন প্রথমেই
স্কোয়ারের সমান্তরাল বাহুর অসহ্য সমতাগুলো দুটুকরো করি
খেয়ালে রাখুন -
ক্রিয়া সম - প্রতি দুটুকরো দুটো অসমতার ভেতর যেন বাতাস বুনে দেয়
ক্রিয়া অসম - প্রতিটি অসমতায় একটি পাখির ডাক
ক্রিয়া হীন - প্রতিটি ডাকে একটু ডাকহরকরা আকাশ
এবারে চোখ রাখুন ওড়াআগল স্কোয়ারের কেন্দ্রে
যেখানে দ্বিস্তর পালকের ওম
ওঁ হ্রিং
স্বাহা থেকে বিসর্গে যেতে কিছুটা উড়ান চাইছে
পাখি
পাখিনাম
নামাবলি
ওই যে ভুজমন্ত্রের সাধনমার্গে দরিয়া বসালেন
সেখানে একটুকরো নীলিমা এঁকে
উড়িয়ে দিন সমস্ত টুকরোগুলো
দেখতে থাকুন
নিয়ন্ত্রণের পাশ থেকে পাশা তক
ভূগোল ভাঙা সাধারণতন্ত্র
ছক গুঁড়োনো ইতিহাস
পা রাখছে
বিরহী বাহুর নিরঙ্কুশ অসমতায়।