STORYMIRROR

Chiranjib Halder

Classics

4  

Chiranjib Halder

Classics

চিরঞ্জীব হালদারের কবিতা

চিরঞ্জীব হালদারের কবিতা

1 min
482

বুনিয়াদি তালপাতার পুঁথি ভালো আছো।

ভালো আছো চুনি মাষ্টারের বেত।

নগ্ন দুপুরের ডাঁসাকুল তোমরা কতক্ষন

মৃত সহপাঠীর কোঁচড়ে প্রেমিকের মত

আত্মগোপন করবে।


এই দ্যাখো বাগদেবীর হাঁস আর চিনে গাঁদা

কেমন ঝগড়া শুরু করেছে।

চুরি করা খিচুড়ির ভাগ কম পড়বে বলে।

জহর স্যারের বাঁশিতে কে এঁটো কুলের দানা ভরে দিয়েছে,সেই থেকে তার ভীষন গোঁসা।


এই হৃদয়দস্যুরা ঢুকে পড়তেই

সরস্বতীর সব মন্ত্র ওলোট পালোট।

তুমি দেবী নও হিংসুটনী-----

সেই রাগ পুষে রেখে আমাকে আজও

কোন হৃদয়ের অধিকর্তা হতে দিলেনা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics