চিরঞ্জীব হালদারের কবিতা
চিরঞ্জীব হালদারের কবিতা


কোন ন্যাকাপাদ্রীকে আমার নাভি আগলাতে বলিনি।
কোন জাঁহাবাজ সন্দেহপ্রবণ বান্ধবী
প্রজাপতির লোভ দেখিয়ে নিশাগ্রামের ট্রেনে
উঠিয়ে দেবে আর আমি পথ ভুলে যাবো
এমন ভেড়ুয়া কি আমি।
শয়তান শয়তান দেখতে প্যান আর ভোটার কার্ডের ছবি দেখিয়ে কয়েকজন স্বেচ্চাসেবী পকেটে
শুয়োপোকা ভরে দিচ্ছে।
সেই থেকে চুলকে চলেছি আমার লিঙ্গ।
মা বলেছিল একদিন রেশমশিল্পীদের গ্রামে তোকে
হৃদয়বর্ণের সুতো ফিরিওলার ভূমিকায় দেখা যাবে।
কল্পনাদি তার কোন এক গৃহের পিয়ানোবাদক।
এই সব ভাবতে ভাবতে মা কখন সিন্দুক হয়ে উঠছে টের পাইনি।