চিরঞ্জীব হালদারের কবিতা
চিরঞ্জীব হালদারের কবিতা


আপনি কী ঝগড়ুটে।
কারো প্রতি চাপা প্রেমানুভূতি অাছে।
তা হতেও পারে তা একই লিঙ্গের।
মক্কা গাছে ফুল এলে টিয়া পাখিদের মন্থরা হয়ে ওঠেন।
এবার বলুন কোন স্টপেজে নামালে বেস্পতিবারের ধুনো ঠিকঠাক গোল্লা পাকাবে।
হতে পারে আপনার মশারীটিকে শূশ্রূষা না দেওয়া হেতু আপনার কারুচিন্তা কিঞ্চিত বিঘ্নিত।
তাহলে কামান দাগা নির্ভেজাল প্রেমিকটির সাথে
মাঝ রাস্তায় ঝগড়া জুড়ে দেবেন।
ওই যে আয়না দেখছেন
তোতলা পুরুত কে মাইক্রোফোনের কাছে নিয়ে
আপনি কি বলাতে পারবেন
আমি আপনাকে ভালবাসি।
তাহলে জেনে নিন হিমাচলের সব আপেল বৃক্ষ
আপনার সামনে নতজানু হয়ে
আজীবন খিদমদগারিত্ব যাচ্চা করবে।