ছোঁয়া
ছোঁয়া
শব্দ বন্দী করে রাখতে চাইছি
সেই নিদারুণ ছোঁয়াটা ,
না হিংসা না লোভ
শুধুই অনুভূতির খেলা ।
আমি হতবাক , ক্ষণিকের অনুভব ।
কত যুগ পর একহাতে যেন মিশেছে অন্যহাত ,
মুষলধারার জলে গলে যাওয়া মাটির মত ।
কত কাঁটা তারের বেড়া, ছড়িয়ে ছিটিয়ে আছে ।
কত পাহারাদার , করছে তাদের কর্তব্য ,
ওরা কি বেড়া দিতে পেরেছে ....
অসীম দূরত্ব থেকে শুরু হয়েছিল ,
আদি অন্ত যার ছিলই না কোনোদিন ,
তবু আজ যেন সাক্ষী সেই গম্বুজটা ।
সুতোয় বাঁধতে গিয়ে , গিঁট দিয়েছে বেশ কড়া।
আর বুঝি চাইলেও যাবে না ছেড়া ।
কোনো ভিজবে বর্ষার জলে ,
কখনো পুড়বে গ্রীষ্মের খরতাপে,
আবার কখনো উষ্ণতায় রবে মোড়া শীতের আমেজে ।
হয়নি বলা অনেক কথা , নেই কিছুই আর ব্যক্তিগত ।
তবুও আজ অভিমান ভারী ,
অজানা কোনো ভালোবাসার টান।
সাক্ষী শুধু প্রকৃতি , আর কিছু চেনা শব্দ ,
মনের গোপনে সন্ধি করে বেড়ে উঠছে যারা চারা গাছের মতো ।
আমি শুধু জল দিতে চাই , বাঁচিয়ে রাখতে চাই প্রাণপণ ,
দায়িত্বশীল মানুষ উনি ,
পুষ্টি দিয়ে শক্তপোক্ত করেন তিনি ।

