ছেলে বেলার দিন গুলো
ছেলে বেলার দিন গুলো
সবচেয়ে বেশী আনন্দ ময়
হাস্যোজ্জ্বল দিন,
একটা দিনও কাটেনি হয়তো
হাসি খুশি হীন।
সেই সকালে ঘুম ভাঙ্গতে
সূর্যের হাঁসি চোখে,
মায়ের আদর বাবার স্নেহ
ঝলক লাগায় মুখে।
সুখ বলতে তাদের থেকে
পাওয়া কোন আশা,
তারা ছাড়া জীবন বলতে
পুরোটাই হতাশা।
দিনের শেষে রাতের শুরু
হতো ধুকে ধুকে,
ঘুম না এলে চেষ্টা জড়িয়ে
মায়ের বুকে।
আজ ভাবতেই ভাল্লাগেনা
মনে হয় এলোমেলো,
কতই না সুখের ছিলো "ছেলে
বেলার দিনগুলো"।
