ছাত্র ছাত্রীদের দুখ:
ছাত্র ছাত্রীদের দুখ:


দুয়েক কে দুই , দুই দুগুনই চার
সব বাচ্চাদের শুনাই দুঃখ আমার ।
তিনেককে তিন , তিন দুগুনই ছয়;
দিদির কাছে পড়তে কত কষ্ট হয় ।
চারেককে চার , চার দুগুনই আট ;
পড়ার মাঝে আবার নামতার পাঠ ।
পাঁচেককে পাঁচ , পাঁচ দুগুনই দশ ;
চোখ ভরা জল ,নাকটাও করে ফসফস ।
ছয়েককে ছয় , ছয় দুগুনই বারো;
বাংলা ,ইংরাজী শুধু নয় , পড়া আছে আরও ।
সাতেককে সাত , সাত দুগুনই চোদ্দ ;
 
;মারার পরে বলে ,কেন তুমি কাঁদো ।
আটককে আট , আট দুগুনই সোলো ;
লিখা না হতেই ,বলে কিনা হোলো ।
নায়েককে নয় , নয় দুগুনই আঠারো ;
থাক হয়েছে ,এবার স্কুলের টাস্ক বের করো ।
দশেককে দশ , দশ দুগুনই কুড়ি ;
বুঝেনা কি সে,বেশি খেলে ফাটবে যে ভুঁড়ি ।