ছাই
ছাই


তোমার সেই সোনালী বিকেল,
কারো চোখের চাউনিতে
হৃদয়ে লাগা আঁচড়, বা কোনো মন
খারাপের দুপুর, বলতে না পারা হাজার কথা, যা শুধু তুমি জানো,
তোমার সাথেই তা পুড়ে হবে ছাই।
তোমার অহংকার, তোমার কষ্ট,
তোমার অনুভব, সব পুড়ে ছাই
তোমার সাথেই।
শুধু থেকে যাবে
তোমার স্মৃতি আপনজনের হৃদয়ে।