ছাই
ছাই


ঘুম এসো।
স্বপ্ন এসো।
ফুল ফুটুক। ভ্রমর ছুটুক।
সুখ এসো।
দুঃখ এসো।
আকাশ ফুটুক। বাতাস ছুটুক।
সময়ের নিঃশ্বাসে স্পর্শের বিশ্বাসে;
গুছিয়ে রেখো বুঝিয়ে রেখো
আকাঙ্খার কৌটো ভরে ঋদ্ধতার
নিস্তাপিত ছাই।
কুসুম কাহন ভালোবাসার দাহন
নির্বাসিত ছাই।
ঘুম এসো।
স্বপ্ন এসো।
ফুল ফুটুক। ভ্রমর ছুটুক।
সুখ এসো।
দুঃখ এসো।
আকাশ ফুটুক। বাতাস ছুটুক।
সময়ের নিঃশ্বাসে স্পর্শের বিশ্বাসে;
গুছিয়ে রেখো বুঝিয়ে রেখো
আকাঙ্খার কৌটো ভরে ঋদ্ধতার
নিস্তাপিত ছাই।
কুসুম কাহন ভালোবাসার দাহন
নির্বাসিত ছাই।