চচ্ছড়ি
চচ্ছড়ি


হাঁড়িচাচা দাড়িচাঁচে প্রতিদিন
নিকেল আর টিন দিয়ে নিকোটিন
মিথ্যে গুজব কেন ছড়ালি
আদা থেকে হয় আর্দালি?
করমচা গরম চা এক হয়
নয় নয় বললে কি ৯ হয়
ভালো লোকে হলে ধরে ভাল্লুকে
উলু দিয়ে আলু খায় উল্লুকে
কানা মাছি দেয় হাঁচি হ্যাচ্চো
বাজে কথা সেই বলে যাচ্ছো।
বেগুনের গুন বাড়ে আগুনে
কত গুণ বল দেখি না গুণে।
এগুলো কি রিউমার নাকি বাজে হিউমার
কাঁধের ওপরে ওটা মাথা নাকি টিউমার!
আহ্লাদে মাথা কাটে জহ্লাদে
কাটা মাথা বলে কথা আর কাঁদে।
উটিতে উটের দাম খুব কম
কাগজে বিজ্ঞাপন হরদম
হাই তুলে হনুমান বই পড়ে
ওরে বাবা থাম তুই মাথা ধরে!