ব্যথা
ব্যথা
যদি চলে যাই কখনো
তোর থেকে নিয়ে যাবো রাশি রাশি তোর দেওয়া ব্যাথা,
জানি ভুলে যাবি মুহুর্তের মধ্যে,
আমার দেওয়া এত বছরের ভালোবাসার কথা,
আমার মনে যদিও শুরু হবে মুষলধারে কষ্টের বৃষ্টি,
তবু ফিরে আসবো না আর,
যত কষ্ট সব কবর দেবো হৃদয়ে আমার,
তুই চলে যেতে চাস, যেদিন জানালি,
আমি নিরুত্তর, নির্বাক হয়ে চেয়ে রইলাম,
মুখে নয় হৃদয়ে দিয়ে যেনো বললাম
তুই ছাড়া আমার অস্তিত্ব কোথায়,
তোর সাথেই ভস্ম হবে আমার হৃদয়।
