STORYMIRROR

Nandita Pal

Romance Inspirational

3  

Nandita Pal

Romance Inspirational

ব্যঙ্গমা ব্যঙ্গমি

ব্যঙ্গমা ব্যঙ্গমি

1 min
381


ব্যঙ্গমা ব্যঙ্গমি শীতের রোদে নদীর ধারে,

পাহাড়ে বরফ পড়েছে, সূর্যের আলো যেন

সোনা গলে পড়ছে আকাশ জুড়ে; পাতাদের

সাথে কথা কইছে উত্তুরে হাওয়া। দুজনে

ঘাড় গোজ করে ভেবে চলেছে, এ নতুন বছরে

কাদের আসা যাওয়া।


এক সওদাগর আসবে, ঝোলায় ভর্তি করে

অগোছালো কথার তুলো। মাথায় পাগড়িতে মায়া

জড়ানো স্মৃতির দুপাতা। গলায় পান্না চুনির মাঝে

লুকোনো নির্ভয়ের এক রূপোর কাঠি। একদল

শিশু তাকে ঘিরে ধরবে প্রজাপতির মত। আলোয়

রাঙা হয়ে উঠবে দিগন্তের রেখা, আর তার ই সাথে

মায়াবী আলোয় ভরে উঠবে এ পথের আসা যাওয়া।


ব্যঙ্গমা ব্যঙ্গমি নিজেদের কিছু কথা কয়;

সেই গুন গুন শোনা যায় নদীর বাঁকে বাঁকে;

আনন্দের ঢেউ আসছে, তার সাথে এগিয়ে যাবার সাহস।

দুঃখ এলে তৈরি তাকে সামনা সামনি করবার তেজ।

প্রকৃতি শ্বাস নিতে চায় বুক ভরে, সেটা বুঝেছে বাতাস।

এ ধরা হয়ে উঠবে নিশ্চিন্ত এক মুঠো নীল আকাশ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance