বুক খোলা টিশার্ট
বুক খোলা টিশার্ট


মেঘের জন্য বচসা করে নিলাম,
তুমি মরুভূমির রাজপ্রাসাদ,
আমার বুকে এক ঝাকড়া পায়রা,
মেটায় তোমার এক আকাশ অবসাদ...!
এসো, সুখ হলে তবে,
ব্যালকনিতে হাসনুহানা,
ঘরের চাদরে সাদা জড়িয়ে,
করি শুভ্র রজনী কল্পনা...!
বিনিময় শুধুমাত্র নিয়ম মাত্র,
আমাদের শহরে আজ লিউকেমিয়া,
প্রতিদিন ভোরে বাতাস নতুন,
তবুও মৃত্যুর মুখে রঙ্গিন সামিয়া.....!