STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

বুড়ো আংলার কথা

বুড়ো আংলার কথা

1 min
135

পাঠ্য বইয়ের নকশি কাঁথার মাঠের কথা, মনে পড়ে,

হৃদয়ের সাথে পরিচয় ! সে তো আরো বহুদিন পরে,

বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ভালোবেসেছে আগে মোরে।

কাজে কাজেই হামেশাই পেতো ও যে মোর চুম্বন,

বিশেষ করে মাতৃদুগ্ধ পান বন্ধ হলে,খারাপ যখন মন।

না চাইতেই আমার আদর পেতো হামেশাই অকারণ !

এখন সে আমার মনের থেকে দূরে, নাগালের বাইরে,

ঠিক সময়ে পেডিকিওর করাটাও হয়ে ওঠেনা____

নখে নেলপলিশ পরার কথা মনে পড়ে, পরা হয়না,

আলস্য ঘিরে ধরে, নেলপালিশ কেঁদে কেঁদে মরে !

দুঃখ ওদের জমে জমে কাঠ হবার সুযোগ পায়না !

এক বছরেও একটা নেলপালিশের শিশি শেষ হয়না।

দুর্গা পূজোর আগে পুরোনো শিশিটা বিদায় না হতেই,

নতুন আরেকটি চকচকে নেলপালিশ আসে যে ঘরে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy