STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

বসন্তের দেখা

বসন্তের দেখা

1 min
167


প্রকৃতির বুকে যখন

বসন্তের আগমন,

আমার হৃদয়ে তখন

প্রবল বর্ষা হৃদয় জুড়ে

ধ্বস আর ভাঙ্গন।

প্রকৃতি বুক জুড়ে ছড়িয়ে

আছে শুধু রঙ আর রঙ,

আমার অন্তর তখন বিবর্ণ

ফ‍্যাকাসে বেরঙ ।

কোকিলের কহুতানে যখন

চারিদিক মুখরিত,

আমার হৃদয়ে তখন হয়ে চলেছে

রক্তক্ষরন অবিরত।

প্রকৃতির সুন্দর রূপে সেজে

নিজেকে দিয়েছে সকলের তরে ধরা,

আমার চোখে সেই রূপ ওঠেনি ফুটে

করন চোখ যে শুধুই নোনা জলে ভরা।

আমার আবেগ অনুভূতি

সব যেন মৃত,

আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির

বুকে ঝড়ে পড়া পাতাহীন

জীর্ন গাছের মত।

সময়ের পলিতে একদিন

সবকিছু পড়ে যাবে চাপা,

হৃদয় প্রাঙ্গনে আবার মিলবে

হয়তো বসন্তের দেখা




Rate this content
Log in

Similar bengali poem from Romance