বসন্তেও ফুটছেনা ফুল
বসন্তেও ফুটছেনা ফুল
আমার বুকের ভেতর হাড়গোড়-কংকাল,
মাথার ভেতর ভুতের খুলি,
রক্তে আমার ব্যামো, দস্যু আমি রত্নাকর,
শিরায় আমার পচা শিকড়,
আমি নিশাচর;
এতো বারুদ চারিদিকে,
আকাশে-বাতাসে মিসাইল গুলি-বোমা,
হামাসের গন্ধ বনবন করছে,
বসন্তেও ফুটছেনা ফুল,
শুধু ধোঁয়া, বারুদের বিষাক্ত গন্ধ;
আমার কি আর আসে যায়?
কিন্তু ছোট্ট শিশুটি প্রশ্ন করলে,
কি উত্তর দেব তাকে?
কি করে বোঝাবো ওকে, এটা আসল পৃথিবী নয়?
সে কি আদেও বুঝবে?
