STORYMIRROR

Ratnadeep Pramanik

Drama Classics

3  

Ratnadeep Pramanik

Drama Classics

বসন্তেও ফুটছেনা ফুল

বসন্তেও ফুটছেনা ফুল

1 min
12

আমার বুকের ভেতর হাড়গোড়-কংকাল,

মাথার ভেতর ভুতের খুলি,

রক্তে আমার ব্যামো, দস্যু আমি রত্নাকর,

শিরায় আমার পচা শিকড়,

আমি নিশাচর;

এতো বারুদ চারিদিকে,

আকাশে-বাতাসে মিসাইল গুলি-বোমা,

হামাসের গন্ধ বনবন করছে,

বসন্তেও ফুটছেনা ফুল,

শুধু ধোঁয়া, বারুদের বিষাক্ত গন্ধ;

আমার কি আর আসে যায়?

কিন্তু ছোট্ট শিশুটি প্রশ্ন করলে,

কি উত্তর দেব তাকে?

কি করে বোঝাবো ওকে, এটা আসল পৃথিবী নয়?

সে কি আদেও বুঝবে?


Rate this content
Log in

Similar bengali poem from Drama