বসন্ত
বসন্ত


বসন্ত এসে দাঁড়িয়েছে আমার দুয়ারে
তুমি কি জানো?
প্রকৃতি সেজেছে অপরূপ সাজে,
পলাশ, কৃষ্ণচূড়ার আলিঙ্গনে,
তুমি কি জানো?
বসন্তের এই মাতাল সমীরণে,
আমিও ভেসে যেতে চাই তোমার সনে।
তুমি কি জানো?
বসন্ত এসে দাঁড়িয়েছে আমার মনের দুয়ারে, তুমি কি জানো?
জানি সব কথা জানতে নেই,
তাও জানতে ইচ্ছা করে
তুমি কি জানো?