বসন্ত বিলাপ
বসন্ত বিলাপ


বুড়িছোঁয়ার মত ট্রামটা আজও
ছুঁয়ে যায়, গড়িয়াহাটের মোড়...
শুধু আজ আর নেই সেই
যৌবনের উদ্দামতা....
তবু তাকে দেখলেই, স্মৃতিরা সব
মিছিল করে , ক্লান্ত করোটিতে....
আবার নিমেষেই মিলিয়ে যায়,
জেবরা ক্রসিংয়ের থিকথিকে ভিড়ে....
আচ্ছা বনলতা, তুমি কি আজও একই আছো?
না কি তোমারও বেড়েছে বয়স,
কল্লোলিনী কলকাতার মতই....
এক বুক নিকোটিন ভরে, আমি
আত্মতৃপ্তির ধোঁয়া ছাড়ি,
দ্বিতীয় সম্ভাবনার গোড়ায়....
তবু মোড়ের মাথায় অবিচলভাবে
দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগনালটা,
আমায় ভ্রুকুটি করে....
শত শত জীবন অঙ্কের নীরব সাক্ষী হয়ে,
সে যেন অস্ফুটে বলে যায়,
সমাধান হয়নি.....
সমাধান হয় না........