STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

4  

Manik Goswami

Romance Tragedy

বসন্ত বিলাপ

বসন্ত বিলাপ

1 min
243

Prompt-24


বসন্ত বিলাপ

মানিক চন্দ্র গোস্বামী


সে এক বসন্তের সিঁদুর মাখা মেঘে

উদাসী মনের চঞ্চল গোধূলীবেলা,

সেই তো প্রথম শুরু হয়েছিল

প্রেমিক মনেতে দোলা।

দেখা হয়েছিল তোমাতে আমাতে

সেদিন সন্ধ্যাবেলা,

মন ফাগুনের রঙিন ছোঁয়ায়

মন দেওয়া নেওয়া খেলা।

মুখেতে আসে নি মনের কথা,

হাতে হাত ছিল ধরা,

চোখের চাহনি আবেশ মাখানো

বাতাস সুগন্ধে ভরা।

বসন্তের ছোঁয়া হৃদয় প্রাচীরে,

তোমার ছোঁয়ায় প্রাণ,

অনুভূতির চঞ্চলতায় শরীরের সুঘ্রাণ।


হঠাৎ আকাশে মেঘের আসরে

জেগে ওঠে আলোড়ন,

মলয় বাতাস গম্ভীর হলো,

শুরু হলো বরিষণ।

ভিজে যাওয়া শরীরে জাগে

হাল্কা শীতের কাঁপন,

বরুন দেবের খুশির অশ্রু

বৃষ্টি ধারার নাচন।


আজকে যখন মধু বসন্তে,

সেই তুমি নেই পাশে,

তোমায় না দেখে আকাশের মুখ 

ভারী হয়ে ফিরে আসে।

এলো যে আবার বৃষ্টিধারা,

বাতাস এলোমেলো;

হাওয়ার তীরে শরীরে আমার

তীব্র আঘাত দিলো।

জীবন তোমার নিয়েছো খুঁজে,

চেয়েছো নির্ভরতা,

মনের হ্রদে ডুব দিয়ে তুমি

মাপলে না গভীরতা।

হতাশ হৃদয়ে বৃষ্টির ফোঁটা

বেদনা দিয়েছে বেশ,

সেদিনের সেই খুশির অশ্রু

কখন হয়েছে শেষ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance