বৃষ্টির আগমন
বৃষ্টির আগমন


আকাশ-বাতাস মুখরিত বৃষ্টির কলতানে,
তপ্ত এই পৃথিবীর বুকে, এলো পাথারি মেঘ বাঁধাহীন উড়ে চলে অসীম আকাশে--------
উষ্ণতার চাদর মুড়ে, প্রতীক্ষার প্রহর পেরিয়ে,
আচমকা মেঘ গর্জে ওঠে বজ্র বিদ্যুতের প্রলয়ে.
অবশেষে বৃষ্টি আসে আচমকা অচেনা সীমান্তের পথ ধরে।
অনবরত বৃষ্টির প্রথম আগমনে পৃথিবী হয় পরিপূর্ণ,
বৃষ্টির কোমল মৃদু স্পর্শে প্রকৃতি মেতে ওঠে বৃষ্টি হয়ে সম্পূর্ণ!