বৃষ্টিভেজা পথ
বৃষ্টিভেজা পথ
আমার যে সব ভাষাগুলো রইল পড়ে ;
কাকভোরে এক বৃষ্টিভেজা পথের পরে,
আমি তখন ভাবছি যদি ওড়ায় ঝড়ে ;
পারবে না কেউ করতে চুরি ভাবের ঘরে।
তুমি যখন ভাবছ বসে আমায় নিয়ে ;
কিনে দেওয়া নতুন জুতো ভিজে পাছে,
ঠিক তখনই আমার অহমিকার বিয়ে ;
সাঙ্গ হল ভুতের সাথে শ্যাওড়া গাছে ।
বকের ঠোঁটে আটকে থাকা মাছের মত ;
ডানা ঝাপটায় আমার ভাষা শব্দ বিনে,
বাক্যেরা সব মুক্ত হতে লড়াইয়ে রত ;
মেঘের কাছে ডলার দিয়ে বজ্র কিনে ।
বৃষ্টি ভিজে পথঘাট সব হয় একাকার ;
আমি তখন ভাষা খুঁজি চোখের জলে,
করতে আমার অহংকারের লজ্জা নিবার ;
বোবা মুখে শব্দ এসে কথা বলে ।
দুষ্টু মিষ্টি মনের মাঝে হাজার আশা ;
কোথা হতে ঝিলিক মারে স্বপ্ন এসে,
মায়ের মুখের প্রিয় আমার বাংলা ভাষা ;
বাহুর ডোরে জড়িয়ে ধরে ভালো বেসে।

