বৃষ্টি নামুক মনের ঘরে
বৃষ্টি নামুক মনের ঘরে


মন আকাশের ভর দুপুরে একচিলতে মেঘ
খুঁজতে ছিল একটু বাসা তপ্ত দিনের শেষ।
খেচরসম লুপ্ত আশা মেলল পাখা সুখের তরে
মেঘ সরিয়ে তরতরিয়ে বসল গিয়ে মেঘের ঘরে।
আগোল ভেঙে সন্তর্পণে এগিয়ে যেতেই বেশ
জমতে থাকা মেঘের তখন তিমির বরণ কেশ।
মনকেমনের বার্তা নিয়ে ভাঙল যারা দেউড়ি
আকাশ ঘিরে বার্তা ছড়ায় সুখের আশা বৈরী।
অন্তপুরের অচিন গৃহে সুপ্ত সুখের আশ
মনকেমনের মনের ঘরে সৃষ্টি সুখের বাস।
অনাবৃত বার্তা ছড়ায় সুখ স্বপ্নের হাসি
মনের সব বিভেদ যতো মুক্ত ছড়ায় রাশি রাশি।
হঠাৎ অরুণ রুদ্ধ হলো, দিবস হলো স্তব্ধ
সুখের আশা মিলিয়ে গেল , স্বপ্ন হলো রুদ্ধ।
নব ঊষার আলো জ্বেলে আসবে কবে ভোর ?
অপেক্ষায় প্রহর গোনে সিক্ত নয়ন জোড় !
তিমির আকাশ ঘুচবে কবে , আসবে কবে মুক্তি ?
সংকল্পের জাল বোনে রন্ধে রন্ধের শক্তি !
আসবে ঊষা , ঘুচবে আঁধার নতুন দিনের স্বরে
আজ ঝমঝমিয়ে বৃষ্টি নামুক অন্তপুরের মনের ঘরে !