বর্ষার মরশুম
বর্ষার মরশুম
বৃষ্টি মানে অভিমান, মুহূর্তের ছোঁয়া
বৃষ্টি মানে কালো মেঘের উল্লাসে
তীব্র বাতাস বওয়া।
বৃষ্টি মানে ,অলস সকালে , চায়ের চুমুকে
প্রিয় গানের শব্দ !
বৃষ্টি মানে রৌদ্র ছুটি , এবার রিমঝিম ছন্দ।
বৃষ্টি মানে খোলা জানালা ,
পুরোনো স্মৃতিচারণ !
বৃষ্টি মানে স্যাঁতসেঁতে ভাব ,
তোমায় ছোঁয়া বারণ ।
বৃষ্টি মানে টুপ-টাপ , টাপুর- টুপুর
নিদ্রাচ্ছন্ন দুপুর, সাথে খাওয়ার হুজুক।
বৃষ্টি মানে রাস্তায় জল কাদার খেলা !
বৃষ্টি মানে ভাসিয়ে সাজানো স্বপ্ন ভেলা।
বৃষ্টি মানে ফুটপাতে খাটানো সারি সারি তাবু ,
চারদিকে জলের ভিড়ে ওরা সবাই কাবু ।
বৃষ্টি মানে কপোত -কপোতীর
show off " romance" ::
চুলের গন্ধে, ঠোঁটের স্পর্শে, শাড়ির ভাঁজে
ভুলে যায় " social distance " ।
বৃষ্টি মানে একগুচ্ছ প্রার্থনা ,
গড়ে উঠুক সবার চেতনা,
মুক্ত হোক অস্বস্তিকর করোনা
কেটে যাক পার্থিব বেদনা ।
