বর্ষা
বর্ষা


বর্ষাকে চিঠি লিখেছে মেঘ,
করেছে আমন্ত্রণ,
মোহময়ী রূপে বর্ষা এসেছে
মেঘের ভিজিয়ে দিতে মন।
পূর্বরাগের ছোঁয়ায় মেঘের,
মনেতে লেগেছে রঙ।
মেঘ আর বর্ষার যুগলবন্দী তে,
ভিজলো যে মনপ্রাণ।
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে,
মেঘের আঁকিবুকি,
অপরূপ সৌন্দর্যের সৃষ্টিতে,
উদার হলো প্রকৃতি।
মেঘমালা সঙ্গী হলো আজ,
দুরন্ত বর্ষার।
সমৃদ্ধ হলো আজ--
প্রকৃতির অপরূপ সৌন্দর্য সম্ভার।
জুঁই, বেলী, কামিনীর অপরূপ সুগন্ধে,
সুরভিত হলো বর্ষা নব আনন্দে।