বর্ষা স্নাত শান্তিনিকেতন
বর্ষা স্নাত শান্তিনিকেতন
রিমঝিম বরষায়
মনে পড়ে বর্ষা স্নাত শান্তিনিকেতন
কুঞ্জ , শালবিথী সবুজিমা শাখায় শাখায়
টুপটাপ বর্ষার নিক্বন ।
দমকা হাওয়া আসে জানলা টি বন্দ করে দি
অতীতের পৃষ্ঠা সব একের পরে এক খুলে যায
ছোটো ছোটো পায়ে চলা আনন্দ পাঠশালা
ছোটো ছোটো হাতে সেই আঁকা বাঁকা লেখা
কত হাসি, কত স্বপ্ন প্রজাপতির রঙ্গীন ডানায়
না মানা মন মোর ভিজে ভিজে স্বপ্ন দেখে বসে বসে পাঠ ভবনে
বর্ষা বরনের গানে নেচে নেচে সবুজ প্রান্তরে
কদম ফুলের বল খেলতে খেলতে
কত স্বপ্ন উঁকি দেয় আদ্য যৌবনের
ঘন্টা তলা, সিমেন্টের ছাতা , শমীন্দ্র পাঠাগার
নিরব সাক্ষীর সব স্থান মনে পড়ে খোলা আঙিনায়
আজ এই বরষায় না মানা মন চায়
সব কিছু ফেলে দিয়ে
চলে যেতে গৌর প্রাঙ্গণে স্বপ্ন সব তুলে নিতে
জীবনের বহু রুপি অভিনয় ছেড়ে
খোলা মাঠ, মুক্ত মঞ্চ, খোলা আকাশেতে
মন বলে আর একবার জঞ্জাল সব ফেলে
ক্ষেপা মন বাউল হতে ।।
