বৃক্ষ
বৃক্ষ
ওরে শিশু বৃক্ষ, দেখতে চাস
তুই যে অন্তরীক্ষ
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
ঢেলে চলে আশীষ
পেয়ে সে সব অহর্নিশি
বেড়ে চলিস তুই
ধীরে ধীরে হয়ে যাস
যে তুই মহীরুহ
ত্যাগের প্রতীক তুই
দিয়ে যাস সবই
মানুষ কি দেয় তোকে
ভাবে না যে কখনওই
তোরও তো কষ্ট হয়
যখন করে সে তোর ছেদন
দেখিতে নারি ওরে
তোর উদাস বদন
কি সুন্দর মন যে তোর
সবার ভালো চায়
নীরবে সে কেন যে
হারায় কোথায় !
