STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Tragedy Inspirational Thriller

বোস

বোস

1 min
154

আমেরিকার ও গ্রেট ব্রিটেনের ইতিহাসের পাতায়, 

"ওয়ার ক্রিমিনাল" খেতাব জুটেছিলো কপালে যার।

ভারতের তরফ থেকে স্বাধীনতার আগে বা পরে, 

কারা করেছে প্রতিবাদ আর সহমত হয়েছিল কারা ?

কত নাটক দেখেছে মানুষ, মূর্তি স্হাপন, অপসারণ ,

বহুদিন ধরে হা হুতাশ, মনে পোষন করেছে জনগন।

মূর্তি মানুষের চেয়ে বড় নয়, আসল কথা স্বীকৃতি! 

বৃটিশ প্রধানমন্ত্রী এ্যাটলিকে লেখা চিঠিতে, 

যখন কোনো ভারতীয় উল্লেখ করেন এই খ্যাতি!

শপাং শপাং চাবুকের শব্দ শোনা যায়, নয় কুখ্যাতি?

ভগত সিং, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাঘাযতীন, 

আরও শত সহস্র জানা অজানা তরতাজা সব প্রাণ ! 

সকলেই ইংরেজদের শত্রু, দিয়েছে নিজেদের জান, 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঙিনায় করে নিজস্ব যোগদান__

সুভাষ নিজেকে সেরা দেশভক্ত বলে করেছেন প্রমাণ। 

কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারিনা, 

টিভির চ্যানেলে অনিতা বোসকে মেয়ে বলা হয় বটে, 

প্রয়োজনে নেওয়া হয় নানান সাক্ষাৎকার। 

পরিবারের সদস্যদের কারো না কারো সাথে, 

ডি এন এ টেস্ট টা কেন করানো হয় না? 

অনিতা এখনও আছেন বেঁচে, চাই লিখিত স্বীকৃতি, 

আমাদের তো আসল কথাটা জানা দরকার। 

কে আমাদের এই জাতীয় হিরোর উত্তরাধিকার ! 

নাই বা জানলাম কি করে নেতাজী হলেন অন্তর্ধান ? 

অনিতা বোস! যদি সত্যিই তাঁর মেয়ে হন, 

তাহলে শুধু মুখের কথা বা স্তোকবাক্য নয়, 

তাঁকে দেওয়া হোক তাঁর সত্যিকারের মান। 

ভারতের প্রজাতন্রে প্রজারাও নাকি রাজার সমান, 

প্রজাতন্ত্র দিবসে আজ অনিতার জন্যে জানাই দাবী, 

ফিরে চাই বোসেদের সমস্ত হারানো মান সম্মান। 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy