বোঝাবুঝি
বোঝাবুঝি


কবে বুঝবি রে?
ভিসুভিয়াসের মর্ম,
অগ্ন্যুৎপাতের ধর্ম।
কবে বুঝবি রে?
চাঁদের পাহাড় কেমন,
হীরকখনির খোঁজে গমন।
কবে বুঝবি রে?
তালগাছ কেন একপায়ে দাঁড়ায়,
সবগাছের মাথা কেন ছাড়ায়।
কবে বুঝবি রে?
ব্রিটিশ গেছে, সাথে নিয়ে যায় নি আন্দোলন,
স্বদেশীদের ভূমিকায় বদলেছে আন্দোলনের চলন।