STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

বন্ধুত্বের কথা👬

বন্ধুত্বের কথা👬

1 min
381

# ডায়েরির খোলা পাতা

# অণু কবিতা 

বন্ধু, একটি নাম

কিন্তু হাজারো অনুভূতির মেলা। 👭👬

কতো মন খারাপের স্মৃতি, উদাসীনতা,      

আনন্দের প্রকাশ, আবার কখনও হারিয়ে ফেলা ।

আবার কখনো স্মৃতির অতলে তলিয়ে যাওয়া --

সত্যিই কি সবাই বন্ধুত্বের মর্যাদা রাখতে পারে ?

আসলে অনেক গোপনীয়তাকে গোপনে রাখাও

বন্ধুত্বের বড়ো দায়িত্ব।

নাহলে বিবেকের তাড়নায় হতে হয় তাড়িত ।

"বিপদের সময় পাশে থাকো",

বন্ধুর কাছে যদি হয় চাহিদা , তাহলেও এমন অনেক কিছুই থাকে যা

যায় না স্বীকার করা কারো কাছে,

শুধু বন্ধুর কাছে অকপটে স্বীকার

খাটো করে না কোনো ভাবেই বন্ধুত্বের মর্যাদা ,

ভালো-মন্দ, রোগা-মোটা, রোমান্টিক-খিটখিটে ,   

সাদা-কালো সব রকম বন্ধু আর বন্ধুত্বের ভিড়ে

জীবন হয়ে ওঠে রোমান্টিক ।                 

সুখ-দুঃখের আর জীবনের ওঠা পড়ার নানা অভিঘাতে --

সমর্থন আর অসমর্থনের মাঝে মানুষ যখন   

অজান্তেই অন্যের জন্যে কিছু করে ফেলে,     

তখনই সে বন্ধু হয়ে ওঠে।

আসলে জীবনের পথে পাশাপাশি চললেই বন্ধু হওয়া যায় হয়তো ,

কিন্তু বন্ধুত্বের ধ্বজাধারী হয়ে ওঠা যায় না। ......

বন্ধু মানে অভিযোগ নয়, বরং একঝাঁক উজ্জ্বল আলোর দিশা। 

বন্ধু মানে কোনো রং নয়,

বরং ধীরে ধীরে রত্ন হয়ে ওঠা।

আবার বন্ধুত্বের দোহাই দিয়ে ন্যায় -অন্যায়ের সম্পর্ককে বোঝা।

বিশ্বাসকে বিক্রি নয়, ভরসা করে থাকার নামেই বন্ধুত্বের মর্যাদা রাখা।             

রাজনীতির সুর নয়, অরাজনৈতিক তরজার আন্দোলনও দাবি করে বন্ধুত্বের।

বন্ধু, তাই এক নাম হলেও, হয় হাজারো অনুভূতির প্রকাশ।                             

আসলে, মানুষ হওয়া যত না কঠিন, তার চেয়েও বেশি কঠিন বন্ধু হয়ে ওঠা।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)

     


Rate this content
Log in

Similar bengali poem from Abstract