বন্ধুত্ব
বন্ধুত্ব
বন্ধুত্ব -
বড়োই মিষ্টি একটা শব্দ;
কিন্তু এর অনুভূতি যেনো মরুভূমির বালুকারাশির সমষ্টি,
যেখানে পৌঁছনো দুঃসাধ্য, পরিমাপ করা সাধ্যহীন।
বন্ধুত্ব -
যেখানে চাওয়া পাওয়াগুলি কিঞ্চিৎ;
কিন্তু সেই ছোটো ছোট পাওয়াগুলিকে পেতে,
কেউ হারিয়ে ফেলে ভালোবাসা, কেউবা খুঁজে পায় তা।
বন্ধুত্ব -
বিশ্বাসের মরুদ্যান;
কিন্তু সেই স্বাদের আস্বাদন পেতে ধৈর্য্যকে সঙ্গী করে,
জয় করতে হয় বিশ্বাসের আলোকবর্তিকা।
trong>বন্ধুত্ব -
এক রোমাঞ্চকর ট্র্যাজেডি;
কেউবা সরলতার সুযোগ নিয়ে করতে থাকে অভিনয়,
কেউ আবার এর মর্যাদা রক্ষায় জীবনপ্রভাকে বায়ুরুদ্ধ করে।
সত্যি কি আমরা স্বার্থপর হতে পারি এই সমাজের জঠরে?
আমরাও তো পারি বিশ্বাস জয় করে বন্ধুত্বের মর্যাদা বজায় রাখতে
হাজার ব্যস্ততার মাঝে কয়েক মিনিট সময় নিজের জন্য রাখতে,
যাতে সেই সময়টুকু দিয়ে অটুট রাখতে পারি বন্ধুত্বের মেলবন্ধন,
হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে পারি ভালোলাগা স্মৃতিগুলো।
কি? এটুকু তো করতেই পারি বন্ধুর জন্য, তাই না !!!