বলনা কবে?
বলনা কবে?
তোর চোখের শ্রাবণধারায় বৃষ্টিভেজা আলপনা,
মন যে তোকে বাসছে ভালো সত্যি এটা গল্প না।
তোকে পেতে নাছোড়বান্দা মন, মন্দ-ভালো বোঝেনা,
তোকে নিয়ে বাঁধছে বাসা আমার সকল কল্পনা।
আমার পথচলা যে তোরই সাথে, তবুও কি একসাথে পথ চলবিনা?
সব বুঝেও উদাসীন তুই, কিছুই জেনো বুঝিসনা,
বলনা কবে বুঝবে তোর মন আমার মনের যন্ত্রণা?