বলিদান
বলিদান


খুদে ছেলে মুচড়ে পাকস্থলীর ভেতর ক্ষুধা
স্বাধীনতার উদ্বেগ,শিরদাঁড়ায় নির্ভীক স্পর্ধা
মৃত্যু কুচলে নির্ভয়ে কণ্ঠে ধ্বনিত বন্দেমাতরম
ফাঁসির উত্তালে ঢলে, ফলপ্রসূ অগ্নিযুগ-রণসম।
খুদের নিষ্পাপ বলিদানে মাতৃভূমির গৃহপ্রাঙ্গণ;
লক্ষ লক্ষ বিপ্লবীর জন্মে উজ্জীবিত আন্দোলন
রক্তাক্ষরে নন্দিত মাটির রঙে বন্দিত একনাম
ঐকান্তিক সৎসাহসের জ্বলন্ত দৃষ্টান্ত ক্ষুদিরাম।