STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Horror Others

3  

Nityananda Banerjee

Abstract Horror Others

বিষণ্ণতা

বিষণ্ণতা

1 min
203


স্বল্প আলোয় একটু বিষণ্ণতা ;

ছন্দকারের আঁধার কালো ঘরে,

মন খারাপের অল্প বিপন্নতা ;

শিউরে উঠে অমনি ভালুকজ্বরে ।

পাড়াপড়শী পাছে কিছু বলে ;

মিথ্যে মায়ায় জড়ায় দেহমন,

বিষণ্ণতার ধূসর ঊষর তলে ;

নি:শব্দে ডাক দেয় মরণ ।

সরল মন গরলভরা হলে ,

বিষণ্ণতা তারেই যেন বলে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract