বিষের বাঁশি
বিষের বাঁশি


শব্দের সারস্বত রূপ অন্তরের প্রকাশস্থল,
দেরাজের গোপন অন্দরমহলে বাসস্থান,
প্রকারভেদে মনোমুগ্ধকর বহিঃপ্রকাশ,
সুরের আকাশে চিরসাথী শিল্পীর বন্দনা!
বাঁশির সুমিষ্ট আওয়াজে আজও উন্মাদনা জাগায়,
মনময়ূরী নেচে ওঠে তরঙ্গ তালের মূর্ছনায়,
সুর তাল ছন্দের কারিগর নিঃশব্দের যন্ত্রণা!
হৃদয়ঙ্গম সুর সৃষ্টির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে।
এখন সুর তাল কেটে গেছে জীবন থেকে,
ছন্দপতন হওয়া এক জীবন্ত পাঁজর ভাঙ্গা লাশ,
শারীরিক প্রতিবন্ধকতার মিশেলে বাদ্যহীন যন্ত্র,
বিষের বাঁশিতে শুধুই গরল অর্নবধারা!