বিষ
বিষ


কথা ছিল শান্ত হয়ে লিখে নেব সব ছদ্মনাম
ছুঁয়ে দেব কত কত মুদ্রাপিঠ একান্ত স্বাধীন
সব পথ মিশে গেছে আপামর আকাঙ্খার পাশে
কথা ছিল মুখোশের অন্ধকার হয়ে যাবে ক্ষীণ
কেউ রেখে গেছে কথা, হাতে হাতে রেখে গেছে দাগ
কখনো ঘাড়ের কাছে নেমে গেছে মোহবিষ্ট ঝুরি
চোখ খোলে বিপরীত, গড়ে তোলো নিজস্ব তফাৎ
প্রতি ঘরে পেতে রাখে আলোপথ, থির ও বিজুরী
প্রতিটি জন্মের মত তুই চাস ক্ষত বেছে নিতে
কাগজেও লিখে নিস পর্যুদস্ত বুকের ঠিকানা
খোঁজা হয় পরিচয়, লিপিবদ্ধ দেয়াল লিখনে
সেসকল ছদ্মনাম সেজে উঠবে মৃত হাসনুহানা
নতুন দরজা ভেঙে কার্যত লোপাট হচ্ছে বিষ
এখনো স্তাবক হাতে ক্ষত ঢাকতে মোহর গুনিস