বিসর্জন
বিসর্জন
আবাহনী সঙ্গীতে শিল্পীর কণ্ঠে আত্মিক মূর্ছনা,
বেঁধে রাখার নিরন্তর প্রয়াস
জীবনের সুর তাল ছন্দকে -
ভৈরবী রাগে ফেরারি মন সুখের সাগরে অতলান্ত ডুবে থাকে,
শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে উজ্জ্বলতা খোঁজে,
সাজিয়ে নেয় নিজস্বতার আঙ্গিকে ভরসার খেলাঘর।
সুরের তালে তালে ঘুঙুরের রিন্ ঝিন্...
সুরার নেশায় বুঁদ হয়ে জীবনের জয়যাত্রা -
অব্যাহত রঙ্গোলীর উন্মাদনার উজান নৌকায়।
রঙিন স্বপ্নের ইতিকথা পাতায় পাতায়,
হঠাৎই স্বপ্ন ভঙ্গ!
ভেঙে পড়ে শক্তপোক্ত জীবনের বুনিয়াদ,
বিসর্জনের হাতছানি জানিয়ে হলুদ সংকেত,
জীবনের করাল গ্রাসে হ্রস্বকায় মূর্ছনার অনুরণন।
বেলাশেষে কণ্ঠ রোধ হয়ে আসে,
বিসর্জনের কর্কশ আওয়াজে
সুর-তাল-লয় কেটে অপেক্ষায় লাশকাটা ঘরে।