বিশ্বযুদ্ধ
বিশ্বযুদ্ধ


তখন একসঙ্গে ভেঙে পড়লো হিটলারের সমস্ত মূর্তি
কাটাছেঁড়া হল জ্বলন্ত সীমানার ওপারে
ঘিরে ধরলো মিত্রশক্তির বিমান
ধোঁয়া বাঁটোয়ারা করবে বলে তৈরি হল ঘরোয়া কফিন
আমাদের ঘাসে ফুল নেই
তোমাদেরও নেই...
পিছনে দেয়াল নেই
আমরা ঝরে গেছি প্রবাসের মাটিতে
তোমরাও...
তবু পার্থক্য একটাই
তল্লাশি করেও তোমাদের আত্মঘাতী নোটে
কোনো জন্মতারিখ পাওয়া যায় নি আজ--