বিশ্বাসঘাতক
বিশ্বাসঘাতক


চিনতে কী পেরেছ আজও সেই সকল বিশ্বাসঘাতকদের?
বুঝতে কী পেরেছ তাদের মূকাভিনয়কে?
যাদের এতদিন আপনজন মনে করে হৃদয় কুঠুরিতে স্থাপন করতে চেয়েছ,
অনুসন্ধিৎসু চোখে তারা শুধু সময়ের অপেক্ষায় -
সন্ধিক্ষণের সেরা সুযোগে চিনিয়ে দেবে কদর্য রূপটা,
অনভিপ্রেত অপ্রকাশিত অধ্যায়কে মুহূর্তে হাজির করতে পারে নির্দ্বিধায়,
তোমার উপকারের সামান্য স্বীকৃতি দিতে রাজি নয়,
বিপরীতে চরম আঘাত হানতে পিছপা হয় না তারা।
এক লহমায় তুমি ভেসে যেতে পার খড়কুটোর মতো -
সবকিছু তছনছ হয়ে যেতে পারে নিমেষে।
আধো আলো আঁধারিতেও চিনে রাখো বিশ্বাসঘাতকদের,
সম্ভব হলে চিনিয়ে দাও সমাজকে।