STORYMIRROR

Manjula Acharya

Classics

4  

Manjula Acharya

Classics

বিশ্ব জননী

বিশ্ব জননী

1 min
377

আসিয়াছো মাগো বিশ্ব জননী

          স্বচ্ছ শারদ প্রাতে

ধরিয়াছো  তুমি  দশ প্রহরণ 

          তোমার দশ হাতে

আকাশে বাতাসে আনন্দ গান

     পুলকিত আজ মন প্রাণ 

চল চঞ্চল ওগো ধরাধাম আজ

   দেখিতে তব অপরূপ সাজ

পৃথিবী হইতে ঘুচাবে আঁধার

  অসত্যের পরে সত্যের প্রহার

আগমনী সুরে ঝংকৃত সারা সংসার

      মাগো তব মহিমা অপার 

দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী

    মাগো তুমি গিরিজা নন্দিনী

তুমি  মা ওগো হিমালয় বাসিনী

  কিরিটি ধারিনী ,শংকর সোহাগিনী 

তুমি নন্দিতা, মাগো তুমি বন্দিতা

           তুমি মা করুণাময়ী

তোমার পূজা হোক নিত্য নূতন 

         তুমি যে মহাকালজয়ী 

  আলোকে বাদ্যে ধর্মের ভাবে 

         ভরে দাও মা এ ধরণী

মানবিকতার মহা মন্ত্রে মাগো 

         ভাসাও  বিশ্ব  তরণী ।।


   


Rate this content
Log in

Similar bengali poem from Classics