বিরহের ভার
বিরহের ভার
মনের খেলায়, খেলার ছলে,
আমায় বুঝি গেছিস ভুলে।
আমায় কি আজও মনে পড়ে,
বাইরে যখন বৃষ্টি ঝরে?
মন কি তোর কেমন করে?
চোখের জলে বুক কি ভরে?
আজও কি আমার খোলা চুলে,
তোর চোখে রঙিন স্বপ্ন দোলে?
চোখে কি আমার মুখটি ভাসে,
আকাশে যখন তারারা হাসে?
আমি যে ভাসি চোখের জলে,
কোন অছিলায় তোকে থাকি ভুলে?
আয় না ফিরে একটিবার,
পরাবো তোকে হার মানা হার।
জীবন শুধু যাচ্ছে ক্ষয়ে,
বিরহের ভার বয়ে বয়ে।