বিনির্মাণ
বিনির্মাণ
ঘাসফুল মুঠো উপড়েছি বহুবার
আলগা মাটি কখনো করেনি নালিশ
সেই ঘাসমূলে ফেলে এসেছি মোক্ষবীজ
আর পদ্যে খুঁজেছি প্রাপ্তির গাঢ় পালিশ
আমার জন্য থেকোনা বন্ধু বসে
আজও আমার ফিরতে হবে দেরি
যে মন আমার পেরোচ্ছে ধূধূ মরু
অন্যমনে সেইখানে জলফেরি।
মতান্তরে অন্ধ ভালোবাসা
মনান্তরে ভাগ হয়ে আছি আমি
একভাগে রোজ খুন হয় সাদা পাতা
অন্যভাগে বেহাগ ঊর্ধ্বগামী
আমার শহরে খোলস ছাড়ানো রাত
যন্ত্রমানবী খোলা বুক পেতে ডাকে
আমার শহরে বাতাস ভীষণ দামি
সকাল ফুরোয় রাত্রির ফাঁকে ফাঁকে
আমার শহরে দুবেলাই মহামারী
খুচরোয় হয় মৃত্যুর কেনা বেচা
কেমন আছি জানতে চেয়েছিলে
যেমন রেখেছে সুখ জমানোর খাঁচা।