STORYMIRROR

Ariyam Bhattacharya

Classics

3  

Ariyam Bhattacharya

Classics

বিনির্মাণ

বিনির্মাণ

1 min
803

ঘাসফুল মুঠো উপড়েছি বহুবার

আলগা মাটি কখনো করেনি নালিশ

সেই ঘাসমূলে ফেলে এসেছি মোক্ষবীজ

আর পদ্যে খুঁজেছি প্রাপ্তির গাঢ় পালিশ

 

আমার জন্য থেকোনা বন্ধু বসে

আজও আমার ফিরতে হবে দেরি

যে মন আমার পেরোচ্ছে ধূধূ মরু

অন্যমনে সেইখানে জলফেরি।

 

মতান্তরে অন্ধ ভালোবাসা

মনান্তরে ভাগ হয়ে আছি আমি

একভাগে রোজ খুন হয় সাদা পাতা

অন্যভাগে বেহাগ ঊর্ধ্বগামী

 

আমার শহরে খোলস ছাড়ানো রাত

যন্ত্রমানবী খোলা বুক পেতে ডাকে

আমার শহরে বাতাস ভীষণ দামি

সকাল ফুরোয় রাত্রির ফাঁকে ফাঁকে

 

আমার শহরে দুবেলাই মহামারী

খুচরোয় হয় মৃত্যুর কেনা বেচা

কেমন আছি জানতে চেয়েছিলে

যেমন রেখেছে সুখ জমানোর খাঁচা। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics