ক্ষয়
ক্ষয়


মুখ তুলে চাও এবার রংমশাল
দেখো আধ্যাত্মিক সূক্ষ্ম অপচয়,
আড়ালে কাঁপে জল , বিসর্জন;
তিলে তিলে জমে বিনির্মিত ক্ষয়।
বহির্মুখী স্রোতের তীব্রতা,
ভিতরের কথা কখনো ভাবে না জানি
তবু বিদায় দিতে কোথাও যেন বাঁধে
অতর্কিতে বারবার ডেকে আনি।
তুমি তো চাওনি অনন্ত বিস্তৃতি
তবে কেন চিনতে পারছোনা আমায় ?
আমি অন্তরতম আলোর অভিযাত্রী
তোমার পরিধি আমার পরিচয়।
আলোর ফুলকি নির্নিমেষে গড়ে
কিছু অন্তরঙ্গ বন্ধ্যা মনোস্কাম
অদৃষ্ট তাদেরই মাঝে কোথাও
দগ্ধ হয়ে ঘোচাচ্ছে বদনাম।..