STORYMIRROR

Ariyam Bhattacharya

Classics

3  

Ariyam Bhattacharya

Classics

দু এক পশলা

দু এক পশলা

1 min
284


দু এক পশলা এখন থেকে রোজ

দুদণ্ড বসে জিরিয়ে নিলে হতো

দু এক পশলা রাতের শেষাশেষি

ক্লান্ত ধ্রুপদ মিলিয়ে আসছে যত।


দু এক পশলা শীত বিদায় নিলে

বেপাড়ায় ঝরা পদ্য কুড়োতে যাওয়া

দু এক পশলা দাবানল নিভে এলে

পরত সরিয়ে শরৎ কে খুঁজে নেওয়া।


দু এক পশলা বন্ধু কেমন আছ ?

বহুদিন পরে কলম দিয়েছে সায়

দু এক পশলা তোমার আমার চোখে

ইদানিং বড় সহজে শুকিয়ে যায়।


Rate this content
Log in