দু এক পশলা
দু এক পশলা

1 min

284
দু এক পশলা এখন থেকে রোজ
দুদণ্ড বসে জিরিয়ে নিলে হতো
দু এক পশলা রাতের শেষাশেষি
ক্লান্ত ধ্রুপদ মিলিয়ে আসছে যত।
দু এক পশলা শীত বিদায় নিলে
বেপাড়ায় ঝরা পদ্য কুড়োতে যাওয়া
দু এক পশলা দাবানল নিভে এলে
পরত সরিয়ে শরৎ কে খুঁজে নেওয়া।
দু এক পশলা বন্ধু কেমন আছ ?
বহুদিন পরে কলম দিয়েছে সায়
দু এক পশলা তোমার আমার চোখে
ইদানিং বড় সহজে শুকিয়ে যায়।