দু এক পশলা
দু এক পশলা


দু এক পশলা এখন থেকে রোজ
দুদণ্ড বসে জিরিয়ে নিলে হতো
দু এক পশলা রাতের শেষাশেষি
ক্লান্ত ধ্রুপদ মিলিয়ে আসছে যত।
দু এক পশলা শীত বিদায় নিলে
বেপাড়ায় ঝরা পদ্য কুড়োতে যাওয়া
দু এক পশলা দাবানল নিভে এলে
পরত সরিয়ে শরৎ কে খুঁজে নেওয়া।
দু এক পশলা বন্ধু কেমন আছ ?
বহুদিন পরে কলম দিয়েছে সায়
দু এক পশলা তোমার আমার চোখে
ইদানিং বড় সহজে শুকিয়ে যায়।