অরণ্যদেব - দুই এর পাতায়
অরণ্যদেব - দুই এর পাতায়


মনে পড়ে ? আমি অরণ্যদেব পৃষ্ঠাসংখ্যা দুই
খসে যাক তারা, নিভে যাক চাঁদ আমি রোজ ফিরবোই।
দু'কলম ছবি বেগুনি নীল-এ দস্তুরমতো আইফেল
আস্ত গিলেছি, দুষ্কৃতীদের ষড়যন্ত্রী রাইফেল।
প্রথম পাতায় ঘরে এলো ট্রফি,গদি টেনে নিলো বিরোধী,
দাঙ্গা বুকে প্লাবিত অথৈ রক্ত-সিন্ধু-জলধি।
ভিতর ঘরে হুলুস্থূল ; বিয়ে ভেঙে গেলো তারকা-র ,
অন্নহীনের আলিশান দেশে এসব ভীষণ দরকার।
চারটে পৃষ্ঠা বোলালেই চোখ নাড়া দিয়ে যায় দপ্তর,
স্নান সেরে দুটো নাকে মুখে গুঁজে দৌড়োতে হবে সত্ত্বর।
ছোট নটবর শুধু ছুটে যাও চরৈবেতি হাইটেক ,
বর্গীরা সব খাজনা তুলছে , তোমার ভরসা famtac .
চাও বা না চাও সভ্যতা তার শিকড়ের কাছে ফিরবেই,
ত্রিকালদর্শী কবির শহরে কাব্যেরা মাথা তুলবেই।
সহজ ছন্দে নিষ্পাপ, নিঃশর্ত দু'হাত বাড়ালে
আমাকে পাবেই দুইয়ের পাতায়,সব খবরের আড়ালে।.