Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Ariyam Bhattacharya

Fantasy

3  

Ariyam Bhattacharya

Fantasy

অরণ্যদেব - দুই এর পাতায়

অরণ্যদেব - দুই এর পাতায়

1 min
147


মনে পড়ে ? আমি অরণ্যদেব পৃষ্ঠাসংখ্যা দুই 

খসে যাক তারা, নিভে যাক চাঁদ আমি রোজ ফিরবোই। 

দু'কলম ছবি বেগুনি নীল-এ দস্তুরমতো আইফেল 

আস্ত গিলেছি, দুষ্কৃতীদের ষড়যন্ত্রী রাইফেল।


প্রথম পাতায় ঘরে এলো ট্রফি,গদি টেনে নিলো বিরোধী,

দাঙ্গা বুকে প্লাবিত অথৈ রক্ত-সিন্ধু-জলধি।

ভিতর ঘরে হুলুস্থূল ; বিয়ে ভেঙে গেলো তারকা-র ,

অন্নহীনের আলিশান দেশে এসব ভীষণ দরকার।


চারটে পৃষ্ঠা বোলালেই চোখ নাড়া দিয়ে যায় দপ্তর,

স্নান সেরে দুটো নাকে মুখে গুঁজে দৌড়োতে হবে সত্ত্বর। 

ছোট নটবর শুধু ছুটে যাও চরৈবেতি হাইটেক ,

বর্গীরা সব খাজনা তুলছে , তোমার ভরসা famtac .


চাও বা না চাও সভ্যতা তার শিকড়ের কাছে ফিরবেই,

ত্রিকালদর্শী কবির শহরে কাব্যেরা মাথা তুলবেই।

সহজ ছন্দে নিষ্পাপ, নিঃশর্ত দু'হাত বাড়ালে 

আমাকে পাবেই দুইয়ের পাতায়,সব খবরের আড়ালে।.



Rate this content
Log in

More bengali poem from Ariyam Bhattacharya

Similar bengali poem from Fantasy