জন্মতিথি
জন্মতিথি
দস্তুর মতো চির অভাবের ঘরে
লক্ষ কোটি বুভুক্ষুদের বাস।
ভূমিষ্ঠ হয় প্রেম বীথিকার টানে ,
কত পিছুটান গোনে অন্তিম শ্বাস।
ভূমিরসে সুস্নাত কেতকীর বীজ
প্রথম আলোয় মন্দ্রিত হয় প্রাণ।
ডালপালা মেলে দিশাহীন সভ্যতা,
কত আগাছায় মৌসুমী পাতে কান।
শনশন বয় ঝোড়ো হাওয়া বারোমাস
তারই মাঝে ঘর বাঁধে নিভু নিভু বাতি
বড় হয় ছায়া অভাবের সংসারে
ঠোঁট বেছে নেয় সাঁঝ পেয়ালার সাথী।
এহেন গ্রহের নিভৃত এক কোণে
এক বিশেষ দিনে ঠিক জ্বলে ওঠে আলো ,
সেই পুন্য তিথির শূন্য জলসাঘরে
শুধু আমাদের গান; " তুমি ভালো, আমি ভালো " ............