অস্তরাগ
অস্তরাগ
অন্ধকারের নকশা-শরীর জুড়ে
ব্রাত্যমনের বিস্তর কাটাকুটি
দেওয়ালের গায়ে সুচিকন সুখ-ছায়া
আঁকছে নিখাদ সন্ধ্যাপ্রদীপ দুটি।
জল গড়ে দেয় সম্ভাবনার ভিত
তৃষ্ণা বাড়ে নিমিত্ত গণ্ডূষে
নিমিত্ত টুকু ছারখার করে আজ ,
চোখ থেকে চোখ আমূল নিচ্ছে শুষে।
ভাবতে পারো সোমত্ত চাঁদ টাকে ,
জড়িয়ে ধরে কখন গিয়েছি মরে।
ভাবতে পারো কথার পিঠে কথায়
অস্তরাগের আকাশ গিয়েছে ভরে।
সুখের ভ্রুন প্রসব করছে রাত
ভাঙছে আগল পবিত্রতম আলো,
আকাশভরা মনকেমনেরা
আজ ব্যথার আগুন অন্য কোথাও জ্বালো।