STORYMIRROR

Sankha sathi Paul

Abstract

3  

Sankha sathi Paul

Abstract

বিকিকিনি

বিকিকিনি

1 min
487

ব্যাকআপ রাখে বুদ্ধিমানে, ফ্যায়দা জানা বিজ্ঞ জন

নিজেরটুকু সামলে রেখে, মন খারাপের বিজ্ঞাপন


কথার রঙে ভুলিয়ে রাখে, ঝকঝকে রোদ মেঘলা দিন

সময় হলেই নিজের ঘরে, বাদবাকি সব তুচ্ছ ঋণ


"তোমায় আমি সব দিয়েছে, পৌঁছে গেছি পথ চিনে 

আবার কেন স্বীকৃতি চাও, বেশ তো আছো ব্যাক সিনে

তোমায় আমি আরও দেবো। যা কিছু হয় নিঃসারে

ঘরে আমার বউ রয়েছে, রঙিন আলোর সংসারে।

দিনের শেষে ফিরবো শুধু পরিচয়ের হাত ধরে

তুমিও আছো, মনের ঘরে প্রেমের গোপন ট্যাগ পরে

এর বেশি আর কি চাই তোমার? মনই আসল মিথ্যা সব"

সওদাগরি ফন্দি এঁটে যুক্তি সাজায়, যা সম্ভব। 


কি আসে যায় স্বীকৃতিতে? আয়না নিয়ে মুখ দেখো

বংশ নামের রক্ত মাখা সারনেমে-তে চোখ রাখো


বুকে আমার বিষ দিয়েছো, এবার এসো লক্ষ্মীটি

নীলচে আলোয় একলা পোড়াই সুখী হওয়ার স্বপ্নটি


সত্যি যেমন তেমন থাকো, ভালোয় আলোয় হাত ধরে 

বেহুলা-তেও বিধবা হয় ভরসা ভাঙা কাকভোরে

 

আর কি বাকি? সবই তো শেষ কাঠামোতেই ঘুণ ধরে 

ঘুমাও প্রেমিক রক্ত মেখে বাঁচতে চাওয়া খুন করে 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract