বিকাশতীর্থ
বিকাশতীর্থ
আশ্রম, আশ্রয়, আরোগ্য
এই তিনটি ঘন্টা বাজে মরণের পরে!
বাজুক না বাজুক
তা আমার উপজীব্য নয়
আমি বাঁধা পড়ে গেছি বলাই য়ের সেই বিষ্ময়মাখা লাল চোখে৷
অনন্ত প্রবাহে চলে কামারের লোহা
পৃথিবীর সাথে ঘোরে কুমোরের চাকা
তাইতো স্থবির আমি থাকতে পারি না!
এ মৃত্যুর পরের কোনো উচ্ছাস নয়
এ হল চাকা
এ হল গান!
তোমার চঞ্চুমালার শুভ আশ্বিন
তোমার বংশগাছে সুতুলি বেঁধেছি
তোমার গাছেরই নীচে প্রতীক্ষায় আছি